ADS

সর্বশেষ

4/recent/ticker-posts

জোরদার ধাক্কা Paytm-কে। বন্ধ হচ্ছে Paytm Payments Bank এর এই সমস্ত পরিষেবাগুলি

BIG BREAKING : জোরদার ধাক্কা Paytm-কে। তাদের যাবতীয় লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পেটিএম পেমেন্টস ব্যাংকের পরিষেবা পুরোপুরি ভাবে বন্ধের জন্য বুধবার ৩১ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে নির্দেশ জারি করা হয়।আগামী ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ এর পর থেকে আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না পেটিএম । ফলে বন্ধ করে দিতে হবে যাবতীয় লেনদেন।

কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI), দেশের প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানের উপর নজরদারি চালায় মূলত গ্রাহকদের সুরক্ষার জন্য। আর এই নজরদারি চালাতে গিয়ে এই কোথাও কোনো রকম খামতি ধরা পড়লেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় । ঠিক সেই রকমই এবার পুরোপুরি পরিষেবা বন্ধ হতে চলেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (Paytm Payments Bank)। 

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পেটিএম
পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করার কারণ হিসেবে জানানো হয়েছে, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লাগাতার নিয়ম লঙ্ঘন করে যাচ্ছিল। নিয়ম লঙ্ঘনের বিষয়টি প্রথম ধরা পড়ে সিস্টেম অডিট রিপোর্টে। এরপর আবার তা ধরা পড়ে কম্পাইলেশন ভ্যালিডেশন রিপোর্টেও। জোড়া রিপোর্টে এমন ত্রুটি ধরার পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের এমন নির্দেশ দেওয়া হয়। এর আগেও আর্থিক জরিমানার মুখোমুখি হয়েছিল এই ব্যাংক।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমন নির্দেশের পর আগামী ২৯ ফেব্রুয়ারির পর আর সংস্থা কোনরকম অ্যাকাউন্ট খুলতে পারবে না। তবে পেটিএম অ্যাপের ওয়ালেটে যারা টাকা রেখেছেন, আরবিইআই-এর নিষেধাজ্ঞার কোনও প্রভাব পড়বে না তাদের উপর। ইউপিআই (UPI) এবং আইএমপিএস (IMPS)-এর মতো পেমেন্ট পরিষেবাগুলিও আগের মতোই ব্যবহার করা যাবে। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টেও টাকা তোলা বা ফান্ড ট্রান্সফার করা যাবে ।

তবে ,বন্ধ থাকবে বেশ কিছু পরিষেবাগুলি?
আরবিআই-এর নিষেধাজ্ঞার পর, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা তাদের সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেইড সুবিধা, ওয়ালেট, ফাস্টট্যাগ, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ইত্যাদির মতো পরিষেবা ব্যবহার করতে পারবেন না।

২০২৪-এর ১ মার্চ থেকে কোনও পেটিএম ওয়ালেট, ফাস্টট্যাগ, ন্যাশনাল মোবিলিটি কার্ড ইত্যাদি প্রিপেইড সুবিধাগুলিতে আর টাকা জমা করা না গেলেও, পেটিএম অ্যাপ থেকে টাকা তোলা বা টাকা ট্রান্সফার করা যাবে। কিন্তু ১ মার্চের পর, সেই ওয়ালেট বা অ্যাকাউন্টে টাকা গ্রহণ করা যাবে না। তবে, ওই অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকবে। কোথাও ক্যাশব্যাক অফার থাকলে, সেই টাকাও ঢুকবে।

যাদের ফাস্টট্যাগ ব্যালেন্স আছে তাদের কি হবে?
টাকা ফুরিয়ে না যাওয়া অবধি, ফাস্টট্যাগ, ন্যাশনাল মোবিলিটি কার্ড ইত্যাদি ব্যবহার করা যাবে। কিন্তু, ১ মার্চের পর, এতে আর কোনও টাকা রাখা যাবে না।

কেন বন্ধ হচ্ছে Paytm এর পরিষেবা ; 
প্রসঙ্গত, চিনের কাছে গ্রাহকদের তথ্য পাচারের
অভিযোগ উঠেছিল পেটিএমের বিরুদ্ধে। একটি চিনা সংস্থা পরোক্ষভাবে পেটিএম পেমেন্টস ব্যাংকের সঙ্গে যুক্ত। আর সেই কারণেই ভারতীয় গ্রাহকদের তথ্য নাকি পাচার করা হচ্ছে সে দেশে। যা রিজার্ভ ব্যাংকের গাইডলাইনের বিরুদ্ধে। তবে চিনের সঙ্গে ঠিক কী ধরনের তথ্য শেয়ার করা হচ্ছে, সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তার পরেই পাকাপাকিভাবে এই অ্যাপের পরিষেবা বন্ধ করে দিল রিজার্ভ ব্যাঙ্ক।

মোটকথা পেটিএম অ্যাপ যেমন রয়েছে তেমনি থাকবে কিন্তু পেটিএম এর মধ্যে যে পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে সেটা বন্ধ হতে চলেছে। পেটিএম এর মাধ্যমে ইউপিআই সার্ভিস ব্যবহার করতে পারবেন তবে ২৯ শে ফেব্রুয়ারির পর ব্যাংকিং পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ