Icds Form Fill Up: রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর । কিছুদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে ৩২৬৫৯ টি শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) নিয়োগ করা হবে।
সেইমতো ইতিমধ্যেই জেলা অনুযায়ী আলাদা আলাদা শূন্য পদ এবং অফিসিয়াল নোটিশ প্রকাশিত করা হয়েছে (Icds Recruitment 2024 West Bengal) । আমরা আপনাদেরকে কিছুদিন আগেই জানিয়েছিলাম বাঁকুড়া, কোচবিহার, উত্তর চব্বিশ পরগনা,পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর জেলার নিয়োগ সম্পর্কে । র্তমানে আবারও নতুন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে : বাঁকুড়া জেলার , কোচবিহার জেলার , উত্তর 24 পরগনা জেলা , দক্ষিণ দিনাজপুর জেলার , পশ্চিম বর্ধমান জেলার , নদীয়া জেলার |
বর্তমানে আবারও নতুন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । কিভাবে আবেদন করবেন, অফিসিয়াল নোটিশ কিভাবে ডাউনলোড করবেন, যোগ্যতা কি লাগবে, বয়স কত লাগবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব।
পদের নাম:- অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper)
শুন্যপদ:- ব্লক অনুযায়ী আলাদা আলাদা নোটিশ প্রকাশিত হয়েছে প্রতিটি ব্লকে কাস্ট অনুযায়ী আলাদা আলাদা শূন্য পদ রয়েছে বিস্তারিত আপনারা নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। নোটিশ ডাউনলোড করার লিংক এই প্রতিবেদনে নিচেই দেওয়া রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:- অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) এই দুটি পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে ।
বয়স সীমা:- এই শুন্য পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে ।
ICDS এর নিয়োগ কিভাবে হয় :-
অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi karmi) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi helper) এই দুটি পদে নিয়োগ মূলত দুটি ধাপে হয়ে থাকে । প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হয় ৯০ নাম্বারের । তারপর ১০ নাম্বারের ইন্টারভিউ নেওয়া হয়।
লিখিত পরীক্ষার সিলেবাস কি থাকবে :-
1) মাতৃভাষায় একটি প্রবন্ধ ১৫০ টি শব্দের মধ্যে (ক্লাস- এইট) – ১৫ নাম্বার
2) পাটিগণিত (M.C.Q, ক্লাস- এইট) – ২০ নাম্বার
3) পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা- ১৫ নাম্বার
4) ইংরেজি- ২০ নাম্বার
5) সাধারণ জ্ঞান- ২০ নাম্বার
কিভাবে আবেদন করবেন (Icds Form Fill Up): -
এই শূন্য পদে আবেদন করার জন্য আপনাদেরকে অফলাইনে ফর্ম জমা করতে হবে । ফরম ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে । সেখান থেকে ফর্ম ডাউনলোড করে নেবেন । তারপর ফর্মটি ভালোভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্রটি জমা করবেন (Icds Recruitment 2024 West Bengal) ।
কোন ঠিকানায় আবেদন জমা করবেন:-
আবেদন জমা করার ব্লক অনুযায়ী আলাদা আলাদা ঠিকানা রয়েছে। বিস্তারিত আপনারা নোটিস ডাউনলোড করে দেখে নিন। সমস্ত ডাউনলোড লিংক এই প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে।
নদীয়া জেলার আবেদন সম্পর্কে বিস্তারিত দেখুন:- CLICK HERE
বর্তমানে আর কোন কোন জেলাতে নিয়োগ চলছে:-
অন্যান্য জেলাতেও অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ শুরু হয়েছে। বিস্তারিত জেলা অনুযায়ী লিংক দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে আপনারা দেখে নিন :
১) বাঁকুড়া জেলার আবেদন সম্পর্কে বিস্তারিত দেখুন:- CLICK HERE
২) কোচবিহার জেলার আবেদন সম্পর্কে বিস্তারিত দেখুন:- CLICK HERE
৩) উত্তর 24 পরগনা জেলা সম্পর্কে বিস্তারিত দেখুন:- CLICK HERE
৪) দক্ষিণ দিনাজপুর জেলার আবেদন সম্পর্কে বিস্তারিত দেখুন:- CLICK HERE
৫) পশ্চিম বর্ধমান জেলার আবেদন সম্পর্কে বিস্তারিত দেখুন:- CLICK HERE
৬) নদীয়া জেলার আবেদন সম্পর্কে বিস্তারিত দেখুন:- CLICK HERE
বর্তমানে এই জেলাগুলিতেই আবেদন নেওয়া শুরু হয়েছে , খুব শিগগিরই পশ্চিমবঙ্গের বাকি জেলাতে আবেদন নেওয়া শুরু হবে, যখনই আবেদন নেওয়া শুরু হবে আমরা আপনাদেরকে সেই তথ্য জানিয়ে দেবো। অবশ্যই পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের whatsapp চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান:- ✅ WhatsApp Group: Join Now
0 মন্তব্যসমূহ