ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে অবশেষে প্রকাশিত হল ক্লার্কশিপ পরীক্ষার নোটিশ। এই নিয়ে কমিশনের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে,বিস্তারিত আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 13/2023
নোটিশ প্রকাশের তারিখ- 04.12.2023
যে পদে নিয়োগ করা হবে
লোয়ার ডিভিশন ক্লার্ক / Lower Division Clerk
শূন্যপদ উল্লেখ করা নেই বিজ্ঞপ্তিতে।
যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে সম্যক জ্ঞান থাকতে হবে। পাশাপাশি মিনিটে 20 টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা
এখানে বয়সের ঊর্দ্ধসীমা 40 রাখা হয়েছে। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।
মাসিক বেতন
2019 সালের WBS(ROPA) এর লেভেল 6 হিসেবে মাসিক 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
একটি লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।
প্রিলিমিনারি এবং মেনস দুটি পরীক্ষাতেই মোট 100 নম্বরের প্রশ্ন থাকে। পরীক্ষা থাকা প্রতিটি প্রশ্নের মান হবে 1 নম্বর।
এই পরীক্ষাতে তিনটি বিষয় অর্থাৎ, ইংরেজি, জেনারেল স্টাডিজ ও এরিথমেটিক থেকে প্রশ্ন আসবে। পরীক্ষার জন্য প্রার্থীদের মোট 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হয়। পরীক্ষার প্রশ্নপত্র হবে ইংরেজি ও বাংলা এই দুই ভাষায়।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য জমা দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
কেবলমাত্র GEN, OBC, EWS প্রার্থীদের জন্য এখানে আবেদন মূল্য বাবদ 160 টাকা ধার্য করা হয়েছে।
SC/ST : ফ্রি
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে, আবেদন শুরু- 08/12/2023
আবেদন করার শেষ দিন- 29/12/2023
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
0 মন্তব্যসমূহ