ADS

সর্বশেষ

4/recent/ticker-posts

chandra grahan time 2023 : এ বছরের শেষ চন্দ্রগ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে সঠিক সময়সূচী


chandra grahan time : চলতি মাসের শেষে বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে দেশ। বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে 28 শে অক্টোবর শনিবারে । কোজাগরী লক্ষ্মীপুজোর রাতে হবে এই চন্দ্রগ্রহণ। ভারত তথা বাংলাদেশ থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ । নমস্কার বন্ধুরা, helper kd youtube channel এ আপনাদের সকলকে স্বাগত আমি আছি করণদীপ,  আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানবো ভারত এবং বাংলাদেশে কখন কখন শুরু হবে কখন গ্রহণ শেষ হবে গ্রহণের সঠিক সময়সূচী গ্রহণের সুতক কাল কখন শুরু হচ্ছে বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিও , ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ,

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা।  আধ্যাত্মিক, পৌরাণিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও চন্দ্রগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। চলতি বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হচ্ছে ২৮ অক্টোবর গভীর রাতে। ভারতেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।

  চন্দ্রগ্রহণ প্রধানত ৩ ধরনের হয়ে থাকে। পূর্ণ চন্দ্ৰগ্ৰহণ, আংশিক চন্দ্রগ্রহণ ও পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ।এবারের চন্দ্রগ্রহণটি হবে আংশিক চন্দ্রগ্রহণ ।

আংশিক চন্দ্রগ্রহণ কি : আমরা সবাই জানি, চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তেমন পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এইভাবে একটা সময় চাঁদ, সূর্য, পৃথিবী ঘুরতে ঘুরতে এক সরলরেখায় আসে। তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোন দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। তখন একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে।

আর এই সময় পৃথিবী, সূর্যকে আংশিক ঢেকে নিলে পৃথিবীর জন্য চাঁদকে আংশিক দেখা যায় না একে আংশিক চন্দ্রগ্রহণ বলে।



কোথায় দৃশ্যমান?

ভারত, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ এশিয়া মহাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা মহাদেশে এবং দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চলে, উত্তর আমেরিকার উত্তর পূর্বাঞ্চলে,  প্রশান্ত মহাসাগরের পশ্চিম ও দক্ষিণভাগে, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরে।

আংশিকগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান: ০.১২৬

গ্রহণ স্থিতিকাল: ১ ঘন্টা ১৯ মিনিট
উপচ্ছায়া স্থিতিকাল: ৪ ঘন্টা ২৮ মিনিট

** গর্ভবতী মায়েদের উপচ্ছায়া গ্রহণ সহ ৪ ঘন্টা মান্য করলে উত্তম *

গ্রহণের সময়সূচী (২৮ অক্টোবর)

ভারত (দৃশ্যমান):
গ্রহণ শুরু: ২৮ অক্টোবর মধ্য রাতের পর ২৯ অক্টোবর রাত 1:05 AM মিনিট থেকে ।

গ্রহণ সমাপ্তি: ২৯ অক্টোবর রাত 2:24 AM মিনিট পর্যন্ত ।

বাংলাদেশ (দৃশ্যমান) :

গ্রহণ শুরু: ২৮ অক্টোবর মধ্য রাতের পর 29 অক্টোবর 1:35 AM মিনিট থেকে 


গ্রহণ সমাপ্তি: ২৯ অক্টোবর রাত 2:54 AM মিনিট পর্যন্ত ।


চন্দ্রগ্রহণের সূতক সময়কাল

চন্দ্রগ্রহণের সূতক সময়কাল চন্দ্ৰগ্ৰহণ শুরু হওয়ার প্রায় ৯ ঘন্টা আগে শুরু হয় এবং চন্দ্রগ্রহণের শেষের সঙ্গে শেষ হয়। এই সময়ে কোন শুভ কাজ করা হয় না কারণ এই সময়ে কোন শুভ কাজ করা নিষিদ্ধ। যেহেতু এই গ্রহন ভারতেও দেখা যাবে, তাই এর সূতক কালও ধরা হবে। সমস্ত শহরে ২৮ অক্টোবর দুপুর ০২:৫২ মিনিটে চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ