ADS

সর্বশেষ

4/recent/ticker-posts

Rain Update: রবিবার থেকে বৃষ্টির সম্ভবনা রয়েছে পরিবর্তন হবে আবহাওয়ার? ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

 

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত রবিবারের মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার দিকে অগ্রসর হবে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী রবিবার একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা অভিমুখে অগ্রসর হবে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের নাড়নাউল, গোয়ালিয়র, সাতনা, ডালটনগঞ্জ হয়ে শ্রীনিকেতনের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরাম পর্যন্ত বিস্তৃত। শনিবার থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে বাড়তে পারে। রবিবার উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


১/১ আগামী সপ্তাহে বৃষ্টি ঃ
হাওয়া অফিস সূত্রের খবর দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। পাল্টা উত্তরবঙ্গে রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে। দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টির সম্ভবনা রয়েছে।

১/২ ভারী বৃষ্টির পূর্বাভাস ঃ
ঘূর্ণাবর্তের জেরে উপকূলবর্তী জেলা - দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

১/৩ ঘূর্ণাবর্তের জোড়া ফলা ঃ
আশার আলো ঘূর্ণাবর্ত। যেটি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। তাতেই দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়তে পারে।


১/৪ কলকাতায় বৃষ্টি ঃ
হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।



১/৫ সতর্কতা ঃ
শক্তিশালী বর্ষার কারণে বর্তমান বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটারের বেশি হতে পারে আন্দামান সমুদ্র ও সংলগ্ন এলাকায়। সেই কারণে মৎসজীবীদের আগামী রবিবার থেকে ২০ জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে । গেলেও সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।



🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ