বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত রবিবারের মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার দিকে অগ্রসর হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী রবিবার একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা অভিমুখে অগ্রসর হবে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের নাড়নাউল, গোয়ালিয়র, সাতনা, ডালটনগঞ্জ হয়ে শ্রীনিকেতনের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরাম পর্যন্ত বিস্তৃত। শনিবার থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে বাড়তে পারে। রবিবার উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
0 মন্তব্যসমূহ