ADS

সর্বশেষ

4/recent/ticker-posts

Big News: আজ থেকেই শুরু টেটপরীক্ষার আবেদন, বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, জানুন বিস্তারিত



Helper Kd : আজ, শুক্রবারেই টেট পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। টেটের আবেদন সম্পর্কিত বিজ্ঞপ্তি নিল প্রাথমিকশিক্ষা পর্ষদ। ১১ই ডিসেম্বর নতুন প্রাইমারি টেটের অনলাইন আবেদন আজ বিকেল ৪টা থেকে করা যাবে। আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর, ২০২২ ।

আগ্রহী প্রার্থীরা নীচে দেওয়া দুটি ওয়েবসাইটে গিয়ে
অনলাইনে আবেদন করতে পারবেন


যে সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাঁদের নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক। শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন। পাঁচ বছর পর ফের টেটের বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। MCQ ধাঁচের প্রশ্ন করা হবে।

প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য শিক্ষাগত ও পেশাদারি যোগ্যতা : 

১. পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায়
ন্যূনতম ৫০ শতাংশ নম্বর ও এলিমেন্টারি এডুকেশনে
দু'বছরের ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে।

২. পরীক্ষার্থীদের উচ্চমাধ্যমিকে বা সমতুল পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর ও এলিমেন্টারি এডুকেশনে চার বছরের ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে।
বা
৩. পরীক্ষার্থীদের উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর এবং স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা বা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া-র দ্বারা স্বীকৃত একটি কোর্স পাশ করতে হবে।
বা
৪. পরীক্ষার্থীদের স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বরসহ বিএড ডিগ্রি থাকতে হবে। ব্যতিক্রম- এসসি, এসটি, ওবিসি, অব্যাহতিপ্রাপ্ত, প্রাক্তন সেনা, বিশেষ ভাবে সক্ষম, কর্মরত অবস্থায় মৃত প্রভৃতি শ্রেণিভুক্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক এবং স্নাতক পরীক্ষায় নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় দেওয়া হয় ।

৫. যাঁরা এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দু বছরের
ডিএলএড কোর্সে ভর্তি হয়েছেন তাঁরাও এই পরীক্ষায়
বসতে পারবেন।

৬. যাঁরা আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দু'বছরের ডিএড কোর্সে ভর্তি হয়েছেন, তারা এই পরীক্ষায় বসতে পারবেন। ৭. যাঁরা এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড কোর্সে তারাও এই পরীক্ষায় বসতে পারবেন। ভর্তি হয়েছেন,

৮. যাঁরা ডিএলএড বা ডিএড (স্পেশাল এডুকেশন)
কোর্সে ভর্তি হয়েছেন, তাঁরাও এই পরীক্ষায় বসতে
পারবেন।

প্রাথমিকের টেটের সিলেবাস

অঙ্ক ( পূর্নমান -৩০ ) 
মিশ্রণ, গড়, শতাংশ, লাভ-ক্ষতি, পরিমিতি, বর্গমূল, ঘনমূল, সরলীকরণ, সংখ্যাতত্ত্ব, লসাগু ও গসাগু, অনুপাত ও সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ, সময়ও কাজ, সময় ও দূরত্ব।

বাংলা (পূর্নমান ৩০) 
পরীক্ষণ, ক্রিয়ার কাল, উদ্দেশ্য বিধেয়, বিপরীত শব্দ, লিঙ্গ, বচন, পুরুষ, বাক্য, সমাস, কারক বিভক্তি,বোধ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, পদ, ধ্বনি ও বর্ণ, সন্ধি, পদ পরিবর্তন, ছেদ ও যতি ।

ইংরেজি (পূর্নমান-৩০ )
Artical, verb, adverb, tense, vocabulary, punctuation, comprehension, adjective,
pronoun, preposition.

পরিবেশ :  ( পূর্নমান ৩০ )
জল, বাসভূমি, পরিবেশ আইন, পরিবেশ আন্দোলন,
বর্জ্য ব্যবস্থাপনা, পুষ্টি খাদ্য স্বাস্থ্য ও পরিবেশ, জৈব
বৈচিত্র, বাস্তু তন্ত্র, পরিবেশ সংজ্ঞা ও শ্রেণীবিভাগ,
উদ্ভিদজগৎ ও প্রাণী জগৎ, অরণ্য সংরক্ষণ নীতি,
পরিবেশ দূষণ। 

শিশু বিকাশ ও পেডাগোজি ( পূর্নমান ৩০ )
শিক্ষণ ও শিখন এর মূল প্রক্রিয়া, প্রজ্ঞা ও প্রক্ষোভ, শিখনের সমস্যা, সুজনশীল দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের সম্বোধন ভাষায় চিন্তন, সামাজিক গঠন হিসেবে লিঙ্গ লিঙ্গ বৈষম্য, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তি বৈষম্য, বংশগতি ও পরিবেশের প্রভাব, শিশু বিকাশের মূলনীতি বিকাশের ধারনা ও শিখন এর সঙ্গে সম্পর্ক সামাজিক করনের প্রক্রিয়া, বুদ্ধিমত্তা গঠনের সমালোচনামূল পরিপ্রেক্ষিত ও বহুমাত্রিক বুদ্ধি, পিয়াজে কোহলমা মাগ ও ভাইগটস্কি নির্মিতিবাদ ও সমালোচনা মূলক পরীপ্রক্ষিত।

প্রাইমারী টেট সিলেবাস এর সমস্ত বিষয়গুলির মান ৩০ করে। যেমন অঙ্কের মান ৩০, বাংলার মান-৩০, ইংরেজির মান-৩০, পরিবেশের মান ৩০, শিশু বিকাশ ও পেডাগোজি ৩০।

 এক নজরে দেখে নিন খুঁটিনাটি : 

১১ ডিসেম্বর টেট পরীক্ষা হবে।

ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন বা এনসিটিই-র গাইডলাইন মেনেই পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী ১৪ অক্টোবর থেকে পর্ষদের ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে। আবেদন করতে হবে অনলাইনে।

■জেনারেল ক্যাটাগরিতে আবেদনের ফি ২০০ টাকা, সংরক্ষিতদের ক্ষেত্রে আবেদনের ফি ১০০ টাকা। ॥১৪ অক্টোবর থেকে আবেদনপত্র অনলাইনে জমা নেওয়া শুরু হবে। I NCTE-এর নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে।

প্রাথমিকের TET পরীক্ষা ১১.১২.২০১২ (রবিবার)।

■ ১৫০ নম্বরের পরীক্ষা, ৬০% পেলে Qualified.
সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৫৫%, । ডি.এল.এড (D.El.Ed) এবং বি.এড (B.Ed.) উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে।

■জেনারেল প্রার্থীদের টেট উত্তীর্ণ হতে গেলে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা ৫৫ শতাংশ বা তার বেশি নম্বর পেলে তাদের টেট উত্তীর্ণ বলে চিহ্নিত করা হবে।

প্রাইমারি স্কুলে সহকারি শিক্ষক পদে নিয়োগের জন্য টেট পাশ করা অপরিহার্য ঠিকই। কিন্তু টেট পাশ করা মানেই নিয়োগ সুনিশ্চিত হওয়া বা নিয়োগে অধিকার অর্জন করা নয়। নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো মানদণ্ডের মধ্যে টেট পাশ করা একটি মাত্র।

WB Primary Tet Previous Year Question Paper

WB QUESTION PAPER
TET DOWNLOAD LINK

2013 : DOWNLOAD
2015 : DOWNLOAD
2017 : DOWNLOAD

সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ওয়েবসাইট পেজের পাশে থাকবেন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফলো করতে একদম ভুলবেন না . 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ