ADS

সর্বশেষ

4/recent/ticker-posts

Duare Sarkar 2023 : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে দুয়ারে সরকার, নতুন কোন প্রকল্প থাকছে এবার ? দুয়ারের সরকারে কি কি প্রকল্পের সুবিধা পাবেন জানুন


 Duare Sarkar 2023 : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে দুয়ারে সরকার, নতুন কোন প্রকল্প থাকছে এবার ? দুয়ারের সরকারে কি কি প্রকল্পের সুবিধা পাবেন জানুন :

ফের রাজ্যে শুরু হতে চলেছে ( Duare Sarkar )দুয়ারে সরকার ক্যাম্প। আগামী ১ সেপ্টেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। এবারের দুয়ারে সরকার ক্যাম্পে থাকছে রাজ্য সরকারের নতুন দুটি প্রকল্পের সুবিধা। এক মাস ধরে দুয়ারে সরকার ক্যাম্প চলবে বলে জানানো হয়েছে।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, আগামী ১ সেপ্টেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার পর চলবে একমাস ব্যাপী। এর মধ্যে ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। এরপর দ্বিতীয় পর্যায়ে ১৮ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে।

গত দুয়ারে সরকার ক্যাম্পে মোট ৩৩টি রাজ্য সরকারের জনহিতকর প্রকল্পের সুবিধা দেওয়া হত জন সাধারণকে। এবার আরও দুটি নতুন কর্মসূচি যুক্ত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে। মোট ৩৫ টি কর্মসূচি থাকছে এবারের শিবিরে। 


দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন…

১) খেলা হবে প্রকল্প (Khela Hobe) ;

এবারের দুয়ারে সরকার ক্যাম্পে খেলা হবে  প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করানো হবে। রাজ্য সরকারের নিজস্ব ১০০ দিনের কাজের প্রকল্প এই  খেলা হবে। দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্যে সেই রাজ্য সরকারের নিজস্ব কোনও ১০০ দিনের প্রকল্প চালু হচ্ছে। এবারের দুয়ারে সরকার কর্মসূচী থেকেই সেই প্রকল্পের মাধ্যমে ১০০ দিনের কাজের জন্য আবেদন জানানো যাবে।

২) বৃদ্ধদের পেনশনের প্রকল্প :

এবার দুয়ারে সরকার ক্যাম্পে বৃদ্ধদের পেনশনের সুবিধা দেওয়া হবে যেখানে বৃদ্ধ মানুষরা এই দুয়ারের সরকার ক্যাম্পে ফরম ফিলাপ করলে এই সুবিধাটি পাবেন। মাসে মাসে টাকা পাবেন ।

৩) পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন :

এবারই প্রথমবার পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন  ও ‘দুয়ারে সরকার’শিবিরে যুক্ত হয়েছে যেখানে পরিযায়ী শ্রমিকরা এবার নাম নথিভুক্তকরণের সুবিধা পেতে চলেছে। দেশজুড়ে লকডাউন এর সময় থেকেই পরিযায়ী শ্রমিকদের অবস্থা খারাপ হতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য এবার সেই সুখবর নিয়ে এল।

রাজ্য সরকারের তরফে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মসূত্রে ভিন রাজ্যে কোন শ্রমিক মারা গেলে পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত নগদ সাহায্য করা হবে। কর্মসূত্রে দুর্ঘটনায় জখম হয়ে যদি কোন পরিযায়ী শ্রমিক কর্মক্ষমতা হারান তবে তাকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া পরিযায়ী শ্রমিকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে সরকারের তরফে। 

            এই নিয়ম বাস্তবায়িত করতেই নথিভুক্তকরণের ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের শ্রম দফতর পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন আঙ্গিকে ভাবনাচিন্তা করেছে। 



৪) খাদ্যসাথী  : এই প্রকল্পের মাধ্যমে রেশন কার্ডের সংশোধন থেকে শুরু করে নতুন রেশন কার্ড তৈরি জন্য আবেদন করতে পারবেন

এছাড়াও স্বাস্থ্যসাথী  ,লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জয় জোহর, তপশিলী বন্ধু, কৃষকবন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী ও ঐক্যশ্রী। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ কার্ডের জন্য। কিষাণ ক্রেডিট কার্ড ও মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানানো যাবে প্রতিবন্ধী সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র ও জমির পাট্টার জন্য। কৃষি পরিকাঠামো তহবিল প্রকল্প , ব্যাংকে নতুন একাউন্ট খোলা,মৎস্যজীবী নিবন্ধীকরণ,আধার কার্ড সম্পর্কিত যাবতীয় কার্ড,বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা,শিল্পীদের ও তাঁতিদের ক্রেডিট কার্ড,বিদ্যুতের নতুন কানেকশন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ