Duare Sarkar Camp 2023 : আবার দুয়ারে সরকার কবে থেকে চালু হচ্ছে নতুন তারিখ ঘোষণা নবান্নের | নতুন কোন কোন ৩টি প্রকল্পের সুবিধা পাবেন জানুন :
Duare Sarkar Camp 2023 : চলতি বছরে আবারও দুয়ারে সরকার হবে । আগামী দুয়ারে সরকার ক্যাম্পে নতুন চালু হওয়া নতুন তিনটি প্রকল্পের সরাসরি আবেদন করতে পারবেন। এই তিনটি প্রকল্পের রয়েছে ছয়টি সুবিধা। যেমন তার মধ্যে সবথেকে জনপ্রিয় যেটি তা হলো ২লক্ষ টাকা ঋণ ও সাথে পাবেন একটি করে কার্ড । এমনটাই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে নবান্নের তরফে । রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar)। এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে এই তিনটি প্রকল্প থাকছে এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি কাগজ লাগবে জানাব । এই প্রকল্পের বিস্তারিত গাইড লাইন দিয়ে নির্দেশিকা জারি ।
এই প্রকল্পে রয়েছে ভাতা প্রদান অর্থাৎ মাসে মাসে টাকা পাবেন এই নতুন প্রকল্প থেকে। কারা কারা পাবে এই নতুন প্রকল্পের সুবিধা ও কারা কারা পাবে না এই বিষয়েও জানানো হয়েছে সেটা জানুন ।
১)মৎস্যজীবী ক্রেডিট কার্ড ঃ মৎস্যজীবী ক্রেডিট কার্ড পরিষেবার মাধ্যমে চাষযোগ্য পাহাড়ী ঝোড়ায়, স্বাদু ও নোনাজলে মাছ চাষ, সামুদ্রিক এলাকায় ট্রলারে মাছধরা ইত্যাদি কাজের জন্য মৎস্যজীবীদের কোনও বীমা ছাড়াই স্বল্পসুদে ২লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয় এবং নির্দিষ্ট হারে সুদ ছাড়ের সুবিধা দেওয়া হয়। এই মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্পে যারা মৎস্যজীবী তারাই এই সুবিধা পাওয়ার যোগ্য এবং সরাসরি আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে ।
২) আর্টিশন ক্রেডিট কার্ড ঃ শিল্পীদের জন্যে এই নতুন প্রকল্প এই প্রকল্পে শিল্পীরা সরাসরি আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে। এই প্রকল্পে রাজ্যের কারিগরদের জীবিকা অর্জনের সুবিধার্থে ৩ থেকে ৫ বছরের মধ্যে পরিশোধযোগ্য কমপক্ষে ২৫ হাজার টাকা থেকে সর্বাধিক ২লক্ষ টাকা পর্যন্ত মূলধন অথবা মেয়াদি ঋণপ্রদান করা হয়।
কারা এই সুবিধা পাবেন ঃ ছোটো এবং ক্ষুদ্রশিল্পের অন্তর্গত উৎপাদন ও ট্রেডিং সহ অন্যান্য কাজে নিযুক্ত কারিগররা এই প্রকল্পের সুবিধা পাবেন।
৩) Weaver credit card (তাতি) ক্রেডিট কার্ড ঃএই প্রকল্পে সকল তাতিরা সরাসরি আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে । এই প্রকল্পে রাজ্যের কারিগরদের জীবিকা অর্জনের সুবিধার্থে ৩ থেকে ৫ বছরের মধ্যে পরিশোধযোগ্য কমপক্ষে ২৫ হাজার টাকা থেকে সর্বাধিক ২লক্ষ টাকা পর্যন্ত মূলধন অথবা মেয়াদি ঋণপ্রদান করা হয়।
এই তিনটি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন প্রকল্প হিসেবে। মৎস্যজীবী ক্রেডিট কার্ড, আর্টিসান ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, এই প্রকল্প থেকে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই সুবিধা পেতে শুরু করেছেন। যেসকল মানুষ আবেদন করতে পারেননি তারা সকলেই আবেদন করতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে চাইলে সমস্ত কাগজপত্র রেডি করে রাখুন। আবেদনকারীর আধার কার্ড/ভোটার কার্ড / প্যান কার্ড/ ফটোকপি । এছাড়াও এই সমস্ত প্রকল্পের অন্যান্য নথিপত্র ।
কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প হবে জানুন
শিলিগুড়িতে সরকারি প্রকল্প অনুষ্ঠানের মঞ্চ থেকেই দুয়ারে সরকার নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM)। এখন থেকে তিন মাস পরপর দুয়ারে সরকার ক্যাম্প হবে যেহেতু এপ্রিল মাসে দুয়ারে সরকার ক্যাম্প হয়ে গেছে সেহেতু তার তিন মাস পর অর্থাৎ আগস্ট মাসের মাঝামাঝি এবং শেষের দিক থেকে আবারও দুয়ারে সরকার ক্যাম্প হতে পারে এমনটাই সূত্র মারফত খবর ।
এই দুয়ারে সরকার ক্যাম্প আর্টিকেল এর মাধ্যমে কোন কোন প্রকল্পের সুবিধা পেতে পারেন
- স্বাস্থ্য সাথী কার্ড
- লক্ষীর ভান্ডার প্রকল্প
- কৃষক বন্ধু
- ঐক্যশ্রী
- জাতিগত শংসাপত্র
- জয় জোহার / তপশিলি বন্ধু পেনশন প্রকল্প
- কন্যাশ্রী
- রুপশ্রী
- জব কার্ড
- খাদ্য সাথী
- মানবিক কল্যাণ কর্মসূচি
- স্টুডেন্ট ক্রেডিট কার্ড
- বৃদ্ধ ও বিধবা ভাতা / প্রতিবন্ধী ভাতা
- উৎসশ্রী প্রকল্প
- যুবশ্রী প্রকল্প
কীভাবে নিজেই জেনে নিতে পারবেন কোথায়, কবে ক্যাম্প
- ds.wb.gov.in- দুয়ারে সরকারের সরকারি ওয়েবসাইট এটি। ক্লিক করুন।
- পাতার ডানদিকে সিটিজেন কর্নার পাবেন।
- সেখানে Find Your Camp - অংশে ক্লিক করুন।
- এরপর যে পাতাটি খুলবে, সেখানে নিজের জেলা সিলেক্ট করুন।
- পরে ব্লক/লোকাল বডি অংশে যান।
- সেখান থেকে গ্রাম পঞ্চায়েত/ওয়ার্ড সিলেক্ট করে নিন।
- দেখবেন, আপনার এলাকার ক্যাম্পের তারিখ এবং ক্য়াম্প কোথায় হবে সামনে চলে আসবে। লিখে নিন। আর সেইমত সকাল সকাল নির্দিষ্ট দিনে পৌঁছে যান ক্যাম্পে।
0 মন্তব্যসমূহ