সূচনা হল আজ , এর ঠিক একমাস ১০ দিনের মাথায় ইতিহাস তৈরি করতে পারে চন্দ্রযান-৩। শুক্রবার দুপুর ২.৩৫ মিনিটে সেই ইতিহাস গড়ার লক্ষ্যেই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদকে লক্ষ্য করে পাড়ি দিলো বহু প্রতীক্ষিত চন্দ্রযান-৩ ( Chandrayaan-3 live )। চার বছর আগের ব্যর্থতা মুছে ফেলে এবার চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সফট ল্যান্ডিংয়ের বিষয়ে প্রবল আশাবাদী ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)।
১/১ চন্দ্রযান-৩ এর জন্য সরকারের খরচ (Chandrayaan-3 Cost) ঃ
গত চার বছরে নিঃশব্দে চন্দ্রযান-৩ অভিযানের জন্য তৈরি হয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা। ‘মাত্র’ ৬১৫ কোটি টাকায় চন্দ্রযান-৩ উড়ে যাচ্ছে চাঁদের উদ্দেশ্যে । গবেষণার ইতিহাসে বোধহয় এই প্রথম এত কম খরচে চাঁদে অভিযান করছে কোনও দেশ।
১/২ Chandrayaan-3 সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য ঃ
চন্দ্রযান-৩ চাঁদে গিয়ে কি করবে?
১/১ । এবারের চন্দ্রাভিযানে ল্যান্ডার বিক্রমের মধ্যে থাকছে প্রজ্ঞান নামের রোভার। অভিযানের প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে চললে এটি চাঁদের বুকে নেমে ১২ দিন ধরে যাবতীয় তথ্য সংগ্রহের পাশাপাশি সেখানকার মাটি, জল, বাতাস বিশ্লেষণ করে তথ্য পাঠাবে ইসরোকে। যা শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর গবেষণার কাজে অমূল্য সম্পদ হয়ে উঠবে।
১/২ । LVM3 M4 শ্রেণির ‘ফ্যাট বয়’ নামক রকেট ল্যান্ডার বিক্রমকে নিয়ে চাঁদের উদ্দেশ্যে রওনা হবে। গোটাটার ওজন যাকে মহাকাশ বিজ্ঞানের পরিভাষায় ‘পে-লোড’ বলে, তা দাঁড়াচ্ছে প্রায় চার হাজার কেজি। এরমধ্যে ল্যান্ডার বিক্রমের ওজন ১,৭৫২ কেজি। মূল গবেষণা করবে যে রোভার সেই প্রজ্ঞানের ওজন মাত্র ২৬ কেজি।
১/৩ । ১৪ জুলাই উৎক্ষেপণের পরে চাঁদের মাটিতে পৌঁছতে চন্দ্রযান ৩-এর বেশ অনেকটা সময় লাগবে। ২৩ আগস্ট চাঁদে সফলভাবে অবতরণ করবে চন্দ্রযান ৩। সেখানে পৌঁছে চাঁদের হিসাবে একদিন কাজ করবে এই চন্দ্রযান, যা পৃথিবীর হিসাবে প্রায় ১৪ দিনের সমান। এই সময়ের মধ্যে চাঁদের মাটি পরীক্ষা করে দেখবে চন্দ্রযানের রোভার। ইসরোর তরফে জানানো হয়েছে, আগের বার চাঁদের কক্ষপথে পৌঁছে গেলেও সেখানে অবতরণের সময়ে ভেঙে পড়েছিল চন্দ্রযান। তবে এবার উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে সেরকম বিপর্যয়ের সম্ভাবনা নেই।
১/৪ । ৬৪০টন ওজনের এই চন্দ্রযান ৩ তৈরি করতে মোট ৬১৫ কোটি টাকা খরচ হয়েছে। ৪৩.৫ মিটার উঁচু ও ৪ মিটার চওড়া চন্দ্রযানে থাকবে তিনটি মডিউল- প্রোপালশান, ল্যান্ডার ও রোভার। প্রোপালশান মডিউল মূলত একটি রকেট যা চন্দ্রযান ৩-কে উৎক্ষেপন করতে সাহায্য করবে। ল্যান্ডারের কাজ হল চাঁদের কক্ষপথ থেকে রোভারকে চন্দ্রপৃষ্ঠে নামিয়ে আনা। রোভার একটি ছয় চাকা যুক্ত রোবটযান যেটি চন্দ্রপৃষ্ঠে হেঁটে বেড়াবে এবং গুরুত্বপূর্ণ সব তথ্য ও ছবি পৃথিবীতে পাঠাবে।
১/৩ চন্দ্রযান-৩ চাঁদে কবে পৌছবে?
সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ অগস্ট চাঁদের বুকে পা রাখবে চন্দ্রযান ৩ বিক্রম । আর তাহলেই মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনের পর চতুর্থ দেশ হিসেবে সফলভাবে চাঁদে পদার্পণ করবে ভারত।
উল্লেখ্য চলতি বছরই ইজরায়েল ও জাপানের দুটি বিদেশি সংস্থা চাঁদে অভিযান চালাতে গিয়ে ব্যর্থ হয়েছে। সেখানে ভারতের প্লাস পয়েন্ট হল এর আগেই তাদের একটি অর্ধ সফল চন্দ্রাভিযানের অভিজ্ঞতা আছে। গোটা ভারতের আশা চন্দ্রাভিযান-৩ বিপুল সফল হবে।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
0 মন্তব্যসমূহ