ADS

সর্বশেষ

4/recent/ticker-posts

Bengal Cyclone Mocha Update: কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা ? কোথায় ঘূর্ণিঝড় মোকা ল্যান্ডফল কোন কোন রাজ্যকে সতর্ক করল মৌসম ভবন ?



মোখা ঘূর্ণিঝড়ের দরুন কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে ।আগামী ৯মে থেকে ১১ মে পর্যন্ত রাজ্যের তাপপ্রবাহ বইবে। ১০ মে কলকাতায় তাপপ্রবাহ বইবে। সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) অন্যতম আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।

তিনি বলেন, ৯মে থেকে নিয়ে ১২ মে অবধি এই পিরিয়ডটা আন্দামান এবং নিকোবার আইল্যান্ডের ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে থাকছে ঝড়ো হাওয়ার পূর্বাভাস ।বিশেষ করে ৮ মে নিকোবারের দিকে প্রভাবটা বেশি থাকবে । সেই সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৯, ১০, ১১ এবং ১২ মে নিকো পার্ক থেকে আন্দামানের দিকে প্রভাবটা বাড়তে শুরু করবে । সেই সাথে দমকা ঝড়ো হাওয়াটাও বাড়তে থাকবে । ঘন্টায় ৯০ কিলোমিটার বেগে ঝড় ও বাতাস থাকবে বলে সতর্কতা থাকছে ।ফিশারম্যানদের (Fisherman)জন্য ৮ মে থেকে ১২ মে পর্যন্ত সমুদ্রে যাওয়া নিষেধ । সেই সাথে ওয়াটার একটিভিটি এবং ছোট বোর্ড গুলিকেও সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে। বড় জাহাজ চলাচলের ক্ষেত্রে ওই সময় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের মোচা আপডেট : 

সৌরিশবাবু জানান,দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে সোমবার সকালে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ৯ তারিখ নাগাদ এটা শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ১০ তারিখে এর ইন্টেন্সিটি আরো বাড়বে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় এই ঘূর্ণিঝড়টির অবস্থান থাকবে দক্ষিণ বঙ্গোপসাগর(Bay Of Bengal) সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে আশেপাশে ।এই সিস্টেমটা মুভমেন্ট থাকবে উত্তর এবং উত্তর উত্তর পশ্চিমের দিকে ।১২ তারিখ থেকে এটার অভিমুখ পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাত্‍ রিকাব করে এবং উত্তর-পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে । ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বাংলাদেশ মায়ানমার উপকূলের দিকে।

এখন অবধি যা সতর্কতা রয়েছে সেটা আন্দামান এবং নিকোবারের জন্য।আমাদের এরিয়াতে প্রভাব যদি বলা হয় পশ্চিমবঙ্গের জন্য ১১ তারিখে অবধি কোন ধরনের কোন সতর্কতা থাকছে না পশ্চিমবঙ্গের জন্য। ১১ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। বরং এই সিস্টেমটার প্রভাবে জলীয় বাষ্প অনেকটা কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal)জন্য। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত। দক্ষিণবঙ্গের দু এক জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। এই সিস্টেমটার গতিপথ কোথায় থাকবে অবস্থান কোন দিকে করবে এর আপডেট আগামী দিন দেওয়া হবে । 


৯মে তাপপ্রবাহ থাকছে পশ্চিমের জেলা গুলো বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে। ১২ মে থেকে তাপমাত্রা কিছুটা কমবে। উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রেও তাপমাত্রা বেশি থাকবে স্বাভাবিক থেকে। ৫ ডিগ্রির মতো কলকাতার ক্ষেত্রে গরম এবং অস্বস্তিকর ওয়েদার থাকবে ১১ তারিখ অবধি। ১০ তারিখ নাগাদ কলকাতায় (Kolkata)তাপ প্রভাবে সম্ভাবনা থাকছে বলে জানান সৌরিশ বাবু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ