১/৯ : WB Primary TET Result 2022, পর্ষদ সভাপতি গৌতম পাল গত ১১ ডিসেম্বর টেট পরীক্ষা শেষ হওয়ার পর জানিয়েছিলেন টেট পরীক্ষার ফল যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করে দেওয়া হবে । ঠিক সেই মতোই পশ্চিমবঙ্গের Primary TET 2022 অফিসিয়াল ওয়েবসাইট পেজে রেজাল্টের ড্যাশবোর্ড ওপেন করা হয়েছে।
২/৯ : এছাড়াও বিভিন্ন সরকারি সহ বিভিন্ন চাকরি সরকারি প্রকল্প শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Helper Kd ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন । যুক্ত হওয়ার লিংক নিচের নিবন্ধের শেষে দেওয়া হয়েছে । 👇👇
৩/৯ : টেট পরীক্ষা শেষ হওয়ার পর গৌতম পাল এবং পর্ষদের আধিকারিকরা এই ফল প্রকাশ নিয়ে জরুরী বৈঠকে বসেন। সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়াও আপনারা Wbbpwonline.com ওয়েবসাইট পেজে গিয়ে আপনার রেজাল্ট আপনারা দেখে নিতে পারবেন ।
- রেজাল্ট এবং উত্তরপত্র কিভাবে দেখবেন ?
৪/৯ : পর্ষদ সভাপতি জানিয়েছে টেট পরীক্ষার্থীদের উত্তরপত্র এই চলতি সপ্তাহেই ওয়েবসাইটে আপলোড করা হবে মডেল উত্তরপত্র আপলোড করলে পরীক্ষার্থীরা তা দেখতে পারবেন এবং তাদের মতামত তারা পর্ষদের কাছে জানাতে পারবে ।
৫/৯ : পরীক্ষার আগে আপনারা যেভাবে এডমিট কার্ড ডাউনলোড করেছিলেন সেই রকম ভাবেই আপনার রেজাল্ট দেখতে পারবেন সেখানেই একটি নতুন অপশন যোগ করা হয়েছে Check Result সেই অপশনে ক্লিক করলে আপনারা আপনাদের রেজাল্ট দেখে নিতে পারবেন ।
৬/৯ : রেজাল্ট দেখার জন্য সবার প্রথমে এই লিংকে ক্লিক করুন : Click Now
৭/৯ : এবার এই অপশনে ক্লিক করতে হবে । Click Now Online Application for Teacher Eligibility Test-2022 (TET-2022) for Classes I to V
৮/৯ : এবার আপনাদের এই অপশনে ক্লিক করতে হবে Teacher Eligibility Test, 2022 (TET-2022)
৯/৯ : তারপর আপনারা দেখতে পারছেন ঠিক রেজাল্ট বলে যে অপশনটি সেই অপশনে ক্লিক করবেন এবং সেখানে আপনার রোল নাম্বার এবং জন্ম তারিখ দিয়েই আপনার রেজাল্ট আপনারা দেখে নিতে পারবেন .
WB TET Cut off 2022
শিক্ষক যোগ্যতা পরীক্ষা 2022-এর কাট অফ মার্কগুলি আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড দ্বারা প্রকাশিত হয়েছে। প্রাথমিক TET 2022-এ অংশ নেওয়া প্রার্থীদের অবশ্যই জানতে হবে যে সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য যোগ্যতার চিহ্ন মাত্র 60% এবং তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী বা শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের কমপক্ষে 55% নম্বর পেতে হবে।
WB Primary TET 2022 Answer Key
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও TET-এর উত্তর কী প্রকাশ করেনি। আশা করা হচ্ছে যে এটি 2022 সালের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে পাওয়া যাবে এবং তারপরে এই বছরের শেষ নাগাদ ফলাফল প্রকাশ করা হবে। যে প্রার্থীরা অংশ নিয়েছেন তারা উত্তর কী ব্যবহার করে তার অস্থায়ী স্কোর পরীক্ষা করতে পারবেন। WB TET উত্তর কী 2022 প্রকাশিত হওয়ার সাথে সাথে নীচে একটি সরাসরি লিঙ্ক সক্রিয় করা হবে।
এইরকম সমস্ত রকম চাকরির আপডেট পাওয়ার জন্য এবং সরকারি প্রকল্পের আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন 👇👇
চাইলে আপনারা আমাদের whatsapp গ্রুপে ও জয়েন হতে পারেন এবং সেখানে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন 👇👇
1 মন্তব্যসমূহ
Hi
উত্তরমুছুন