আগে Primary TET 2022 নিয়ে 16 দফা গাইডলাইন প্রকাশিত হয়েছিল। এবারে আবার নতুন করে নেওয়া হয়েছে আরও কিছু সিদ্ধান্ত।
1. পূর্বে নেওয়া 16 দফা দাবির পুনরালোচনা করা।
2. সমগ্র নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কিভাবে এগোতে হবে।
3. পরীক্ষার দিনে রাজ্যের যানজট এড়াতে নয়া প্ল্যান গ্রহণ।
4. পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাওয়া সুনিশ্চিতকরণ।
5. কোলকাতা সাঁতরাগাছি ফ্লাইওভারে বিশেষ নজর প্রদান করা।
6. পরীক্ষাকেন্দ্রে যাতে বিদ্যুৎ ব্যবস্থা সুনিশ্চিত থাকে সে বিষয়ে বিশেষ নজরদারি।
7. পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় মাইক এর ব্যবহার যেন না করা হয়, তা প্রসাসনকে দেখতে হবে।
8. নিরাপত্তা বলয় সামলাতে মেটাল ডিটেক্টর ব্যবহার করা।
9. CCTV ক্যামেরার ব্যবহার, বায়মেট্রিক অ্যাটেন্ডেন্স এর ব্যবস্থা করা।
10. ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।
11. পরীক্ষা কেন্দ্রের কড়া পলিশি নিরাপত্তা সুনিশ্চিত করা।
12. জেলা শাসক দপ্তরের জরুরী কালীন হেল্প লাইন নম্বর চালু করা।
এছাড়া রাজ্যের Primary TET 2022 সম্পন্ন করতে গঠন করা হয়েছে 2 টি বিশেষ কমিটি। একটি কমিটি হয়েছে জেলা স্তরের কমিটি আর অপরটি মহাকুমা স্তরের। এবারের Primary টেট 2022 পরীক্ষায় অংশ নিতে চলেছে প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী।
0 মন্তব্যসমূহ