ADS

সর্বশেষ

4/recent/ticker-posts

Primary TET 2022 এর এডমিট কার্ড এইভাবে ডাউনলোড করুন সবার আগে আপডেট


অবশেষে আগামী ১১ ডিসেম্বর রাজ্যে হচ্ছে প্রাইমারি টেট পরীক্ষা ২০২২ ইতিমধ্যেই নবান্ন থেকে ডাকা হয়েছিল একটি বৈঠক সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত জেলাশাসক পুলিশ কমিশনার পুলিশ সুপার রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক এবং পর্ষদ সভাপতি শ্রী গৌতম পাল মহাশয় ।

পরীক্ষার এডমিট সংক্রান্ত বিষয়ে আজকের প্রতিবেদন দেখে নিন এক নজরে কিভাবে অ্যাডমিট কার্ড পাবেন কবে পাবেন ।

১১ই ডিসেম্বর তারিখে হতে চলেছে রাজ্যের প্রাইমারি টেট তা নিয়ে রাজ্যের প্রশাসনিক থেকে প্রাইমারি পর্ষদের তত্ত্বাবধানে চলছে আয়োজন পরীক্ষার সন্নিকটে এসে যাওয়ায় পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে তা এবার দেখে নেওয়া যাক  ।

প্রাইমারি টেট সংক্রান্ত বিষয়ে এবারে পরীক্ষার্থীদের এডমিট কার্ড ডাউনলোড করার পালা তবে এই অ্যাডমিট কার্ড পর্ষদের তরফ থেকে দেওয়া শুরু হচ্ছে ২৮ শে নভেম্বর ২০২২ তারিখ থেকেই কারণ এবারের পরীক্ষার্থী কমপক্ষে ৭ লক্ষ । 

আগে Primary TET 2022 নিয়ে 16 দফা গাইডলাইন প্রকাশিত হয়েছিল। এবারে আবার নতুন করে নেওয়া হয়েছে আরও কিছু সিদ্ধান্ত।

1. পূর্বে নেওয়া 16 দফা দাবির পুনরালোচনা করা।


2. সমগ্র নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কিভাবে এগোতে হবে।


3. পরীক্ষার দিনে রাজ্যের যানজট এড়াতে নয়া প্ল্যান গ্রহণ।


4. পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাওয়া সুনিশ্চিতকরণ।


5. কোলকাতা সাঁতরাগাছি ফ্লাইওভারে বিশেষ নজর প্রদান করা।


6. পরীক্ষাকেন্দ্রে যাতে বিদ্যুৎ ব্যবস্থা সুনিশ্চিত থাকে সে বিষয়ে বিশেষ নজরদারি।


7. পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় মাইক এর ব্যবহার যেন না করা হয়, তা প্রসাসনকে দেখতে হবে।


8. নিরাপত্তা বলয় সামলাতে মেটাল ডিটেক্টর ব্যবহার করা।


9. CCTV ক্যামেরার ব্যবহার, বায়মেট্রিক অ্যাটেন্ডেন্স এর ব্যবস্থা করা।


10. ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।


11. পরীক্ষা কেন্দ্রের কড়া পলিশি নিরাপত্তা সুনিশ্চিত করা।


12. জেলা শাসক দপ্তরের জরুরী কালীন হেল্প লাইন নম্বর চালু করা।

এছাড়া রাজ্যের Primary TET 2022 সম্পন্ন করতে গঠন করা হয়েছে 2 টি বিশেষ কমিটি। একটি কমিটি হয়েছে জেলা স্তরের কমিটি আর অপরটি মহাকুমা স্তরের। এবারের Primary টেট 2022 পরীক্ষায় অংশ নিতে চলেছে প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ