Helper Kd : রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের থেকে করোনা অতি মারি থেকে শুরু হয়েছিল বিনামূল্যে রেশন পরিষেবা সেই রেশন পরিষেবা আজও অব্যাহত ঠিক একই রকম করে কেন্দ্র সরকারের তরফ থেকে যে অতিরিক্ত বরাদ্দ করা হয় তার মেয়াদ অক্টোবর 2022 পর্যন্ত বাড়ানো হয়েছে আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা সেটাই জেনে নেব এক নজরে দেখে নিন অক্টোবর 2022 পর্যন্ত আপনারা কোন কোন ক্ষেত্রে কত কেজি করে চাল গম আটা পেয়ে যাবেন :
রাজ্যের রেশন উপভোক্তারা খাদ্যসাথী প্রকল্পের অন্তর্গত ৫ রকম রেশনকার্ডের সুবিধা পেয়ে থাকেন :
রেশনকার্ডগুলির বিভাগ অনুযায়ী প্রাপ্ত খাদ্যসামগ্রীর তালিকা নিম্নরূপ :
১) অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) রেশনকার্ড
২) বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশনকার্ড
৩) অগ্রাধিকার প্রাপ্ত (PHH) রেশনকার্ড
৪) RKSY1 রেশনকার্ড
৫) RKSY2 রেশনকার্ড
এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত 2022 সালের নতুন লিস্ট ডাউনলোড করুন
● অতিরিক্ত বরাদ্দ (PMGKAY) (April-October 2022)
অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) রেশনকার্ড, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশনকার্ড ও অগ্রাধিকার প্রাপ্ত (PHH) রেশনকার্ড উপভোক্তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য
জঙ্গলমহল, পাহাড়, চা বাগান, আয়লায় ক্ষতিগ্রস্ত এলাকা,সিঙ্গুর প্রকল্পের ক্ষতিগ্রস্ত এলাকার উপভোক্তারাবিশেষ প্যাকেজের অন্তর্গত অতিরিক্ত বা ভিন্ন পরিমাণ খাদ্যসামগ্রী পাবেন ।
খাদ্য ও সরবরাহ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত ।
0 মন্তব্যসমূহ