বিকাশ ভবন স্কলারশিপ 2022 অনলাইন আবেদন পদ্ধতিঃ- পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কলারশিপ রয়েছে তার মধ্যে একটি স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ। বিকাশ ভবন স্কলারশিপ 2022 কিভাবে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে ও কত টাকা করে পাবেন আজকে দেখে নিচ্ছি।এবছর যেসমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা সবাই বিকাশ ভবন স্কলারশিপ 2022 বা মেরিট কাম মিনস স্কলারশিপ 2022 এ অনলাইনে আবেদন করতে পারবেন। Bikash Bhavan Scholarship or Merit Cum Means Scholarship Application Process
বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে?
১) স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কত শতাংশ নাম্বার লাগবে দেখে নিন-
মাধ্যমিকঃ– ৬০ শতাংশ নাম্বার।
উচ্চ মাধ্যমিকঃ– ৬০ শতাংশ নাম্বার।
গ্র্যাজুয়েশনঃ– ৫৩ শতাংশ নাম্বর।
২) পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় ২ লক্ষ ৫০ হাজার (২.৫ লক্ষ) টাকার কম হতে হবে।
৪) যেসব ছাত্র ছাত্রীরা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ বা অন্য যেকোন সরকারি স্কলারশিপ -এ আবেদন করেছেন অথবা যেকোনো সরকারি স্কলারশিপ -এর সুযোগ সুবিধা পাচ্ছেন তারা বিকাশ ভবন স্কলারশিপে আবেদন করতে পারবেন না।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কত টাকা করে দেওয়া হয়ঃ-
বিকাশ ভবন স্কলারশিপ বা Swami Vivekananda Scholarship Online Apply Process:-
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য আপনাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইট লিংক নিচে দেওয়া রয়েছে.
১) প্রথমে ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আবেদনকারীর বর্তমান কোর্সের ওপর ভিত্তি করে ‘Directorate’ নির্বাচন করতে হবে। কোন কোর্সের জন্য কোন ‘Directorate’ নির্বাচন করতে হবে তা নিচে দেওয়া হল-
উচ্চমাধ্যমিক স্তর: Directorate of School Education (DSE)
স্নাতক ও স্নাতকোত্তর স্তর: Directorate of Public Instruction (DPI
মেডিকেল কোর্স: Directorate of Medical Education (DME)
পলিটেকনিক কোর্স: Directorate of Technical Education and Training (DTE&T)
ইঞ্জিনিয়ারিং কোর্স: Directorate of Technical Education (DTE)
২)এরপর ‘Directorate’ নির্বাচন করে পড়ুয়ার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি সহ একাধিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হওয়া মাত্রই কম্পিউটার স্ক্রিনে একটি ‘Application ID’ আসবে, যেটি পরবর্তীকালে স্কলারশিপের Status জানতে কাজে লাগবে।
৩) ‘Application ID’ ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। আবেদন করতে হবে ভালো ভাবে, যাতে কোথাও কোনোরকম ভুল না হয়ে থাকে। কেননা ভুল কিছু তথ্য সাবমিট করলেই আপনার আবেদন এপ্রুভ হবে না আর আপনার একাউন্টেও স্কলারশিপের টাকা আসবে না।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ডকুমেন্টস লিস্ট Swami Vivekananda Scholarship Documents:-
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে দেখুন আর সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে 1 MB এর মধ্যে Pdf ফরম্যাটে আপলোড করতে হবে ওয়েবসাইটে।
১) Age Proof (মাধ্যমিকের এডমিট কার্ড)
২) Last Qualification Result (মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক বা স্নাতক ইত্যাদি)
৩) Last Exam Admit Card
৪) Family Income Certificate
৫) Applicant Aadhaar Card/Voter Cad/ Ration Card
৬) Bank Passbook
৭) Admission Recipe Copy
বিকাশ ভবন স্কলারশিপ হেল্পলাইন নম্বর– ১৮০০১০২৮০১৪, বিকাশ ভবন স্কলারশিপ ইমেল আইডি– helpdesk.svmcmwb@gov.in
Swami Vivekananda Scholarship Last Date 2021:-
আবেদন শুরুঃ- ১লা অক্টোবর ২০২১ আর Last Date February 2022
0 মন্তব্যসমূহ