ADS

সর্বশেষ

4/recent/ticker-posts

সামাজিক সুরক্ষা প্রকল্পে কিভাবে আবেদন কি কি কাগজ লাগবে দেখুন

নির্মাণ কাজের সাথে যুক্ত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প। How to apply nirman kormi scheme Wb
নির্মাণ কর্মী অথাৎ নির্মাণ শ্রমিক রাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। তাই এই নির্মাণ শ্রমিক দের কথা মাথায় রেখে কেন্দ্র ও রাজ্য উভয় সরকার নানারকম সুযোগ সুবিধে দিয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকার নির্মাণকর্মী দের জন্য একটি প্রকল্প তৈরি করেছে – যেটি হলো নির্মাণ শ্রমিক প্রকল্প – ( nirman kormi scheme ) । এই যোজনা টি শ্রমিকদের মধ্যে লেবার কার্ড হিসেবেও পরিচিত।এই প্রকল্পে সুযোগ সুবিধে গুলির মধ্যে মাসিক পেনশন , দুর্ঘটনাজিনিত ভাতা ছাড়াও থাকছে সামাজিক সুরক্ষা যোজনা য় নাম তোলার সুবিধে।

সামাজিক সুরক্ষা প্রকল্প নির্মাণকর্মী কারা ? 

যে সব শ্রমিকেরা – ভবন , সড়কপথ , রেল , ট্রামলাইন , বিমানবন্দর , সেচ নিকাশি , বন্যা নিয়ন্ত্রণ , বিজলি ও জল সরবরাহ ব্যবস্থা , টেলিভিশন এবং টেলিফোনের টাওয়ার নির্মাণ ও তার লাগানাে , জলাশয় , জলাধার , সুড়ঙ্গ বানানাে , পাইপলাইন , তেল ও গ্যাস সংস্থাপন ইত্যাদি কাজে নির্মাণ , মেরামতি , রক্ষণাবেক্ষণ , এমনকি ভাঙার কাজ করছেন তারা নির্মাণ । কর্মী হিসাবে গণ্য হবেন ও এই প্রকল্পে নথিভুক্ত হতে পারবেন । শ্রম দপ্তর , পশ্চিমবঙ্গ সরকারের ৮০৩ আই . আর . তারিখ ১৬ আগষ্ট , ২০১৩ বিজ্ঞপ্তি অনুযায়ী ইট / টালি প্রস্তুতকরণ এবং পাথর খাদানে ও পাথর ভাঙার কাজে নিযুক্ত শ্রমিকেরাও নির্মাণকর্মী হিসাবে গণ্য হয়েছেন । এই সমস্ত শ্রমিক নির্মাণ শ্রমিক প্রকল্প (nirman kormi scheme ) এ নাম তোলাতে পারবেন।

নির্মাণকর্মী প্রকল্পে নথিভুক্তিকরণের শর্তাবলীনির্মাণকর্মীর বয়স ১৮ – ৬০ বছরের মধ্যে হতে হবে ।বিগত এক বছরে নির্মাণকর্মীকে ন্যূনতম ৯০ দিন কাজ করতে হবে। |উপরােক্ত নির্মাণ কাজ গুলির মধ্যে নিয়ােজিত থাকতে হবে ।

নির্মাণকর্মী প্রকল্পে কীভাবে আবেদন করবেন ?

কলকাতা ছাড়া অন্যান্য জেলার ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়েছে । এই আবেদন পদ্ধতি জানতে আমাদের YouTube  channel ফলো করুন । কলকাতার জন্য – পশ্চিমবঙ্গ নির্মাণকর্মী কল্যাণ পর্ষদের ২৭ নং ও ৩১ নং ফর্মে আবেদন করতে হবে ।

ফর্মের সঙ্গে জমা দিতে হবে

চার কপি পাসপাের্ট মাপের ছবি ।বয়সের প্রমাণপত্র হিসাবে কোন শংসাপত্র অথবা ভােটার পরিচয়পত্র / রেশন কার্ড – এর Attested Xerox Copyস্থানীয় প্রশাসন অথবা নিয়োগকর্তা কাছ থেকে কর্মের প্রমাণপত্র হিসেবে শংসাপত্র।নমিনির পরিচয় পত্রের প্রমাণপত্র।২০ / – টাকা রেজিস্ট্রেশন ফি এবং বাৎসরিক ৩০ টাকা হারে ১ বছরের অগ্রিম চাঁদা।কোথায় ও কীভাবে আবেদনপত্র / টাকা জমা দেবেন ?শুধুমাত্র কলকাতার জন্য নির্মাণ শ্রমিক নিজে কলকাতা অফিসে ( শ্রমিক কল্যাণ সহায়তা কেন্দ্রে / উপশ্রম কমিশনারের অফিসে ) এসে অথবা সংগ্রহকারী এজেন্টের মাধ্যমে আবেদনপত্র / টাকা জমা দেবেন ।সমস্ত জেলায় – অন্যান্য ক্ষেত্রে অনলাইনে আবেদন পত্র জমা দিতে হবে ।
এই প্রকল্পে নথিভুক্ত নির্মাণকর্মী কী কী সুযােগসুবিধা পাবেন ? 

নির্মাণকর্মী কল্যাণ পর্ষদের সুযােগ সুবিধাপেনশন : ন্যূনতম ৫ বছর একটানা সদস্য থাকলে ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ন্যূনতম ৭৫০ টাকা হারে ২০ এবং পেনশনভােগীর মৃত্যুতে ৫০ % হারে পারিবারিক পেনশন

।দুর্ঘটনাজনিত স্থায়ী প্রতিবন্ধকতার কারণে পেনশন : মাসে ৭৫০ টাকা হারে । পেনশনভােগীর মৃত্যুতে তার স্ত্রী / স্বামীর জন্য মাসে ৩৭৫ টাকা হারে ।কিভাবে নির্মাণকর্মী অনলাইন আবেদন করবেন দেখে নিন
  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ